
সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ী সোনামাই বেওয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের কম্পিউটার প্রদর্শক(ভোকে:) ও সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের খোকা খানের একমাত্র পুত্র বিশিষ্ট ব্যবসায়ী খান ট্রেডার্সের স্বত্বাধিকারী জামিল খান রতন ইন্তেকাল করেছেন
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী,১ ছেলে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত্রী ২ ঘটিকায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন রতন। অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর ৪ ঘটিকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পলাশবাড়ী সোনামাই বেওয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রায়হান আলী মরহুমের আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন। স্বজনরা জানায়, বুধবার বাদ আসর ইদিলপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Reporter Name 













